গভীর মানসিক অবসাদে ভুগছেন অমিতাভের নাতনি নভ্যা !

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: ফের বলিউডে অবসাদের খবর ৷ এবার অবসাদে থাকার কথা নিজেই জানালেন অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা ৷ ৩০ মিনিটের মেন্টার হেলথ নিয়ে চলা এক অনুষ্ঠানে সোশ্যাল মিডিয়ায় স্পষ্টই স্বীকার করলেন, বহুদিন ধরে তিনি অবসাদে ভুগছেন ৷নভ্যা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হওয়া এক ভিডিও প্রোগামে জানিয়েছেন, ‘মানসিক দিক থেকে খুবই বিপর্যস্ত ৷ বহুদিন ধরেই গভীর অবসাদে ভুগছি ৷ অনেক সময়ই মনে হতো পাথরের মধ্যে মাথা ঠুকি ৷ এতটাই অসহায় লাগত ৷ ’নভ্যা ভিডিও চ্যাটে আরও জানিয়েছেন, ‘এই মানসিক অবসাদ থেকেই থেরাপি ক্লাস নিচ্ছি ৷ এখন আগের থেকে ভাল আছি ৷ সবারই প্রয়োজন থেরাপি নেওয়া ৷ ’মেয়ে নভ্যার মুখে একথা শুনে, শ্বেতা নন্দা জানিয়েছেন, ‘তোমার মুখে একথা শুনে আমারই পাথরে মাথা ঠুকতে ইচ্ছে করছে ৷ তুমি ভাল থাকো এটাই এখন একমাত্র আমার চাওয়া ৷ ’