ভারতের ওপর দেদার গোয়েন্দাগিরি চালাচ্ছে চিন, নজরে আইপিএল বেটিং থেকে মোবাইল চুরি!

নিজস্ব সংবাদদাতা খবর ২৪:পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর (LAC) ভারত চিন উত্তেজনা চলছে৷ তবে চিন এক নতুন ধরনের যুদ্ধের প্রস্তুুতিতে ব্যস্ত৷ হাইব্রিড ওয়ারফেয়ার (Hybrid Warfare) -র জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে চিনে এমনটাই জানিয়েছে সর্বভারতীয় সংবাদ সংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেস৷ চিনের নিশানায় এখন ৬০০০ আর্থিক অপরাধী৷ আইপিএল সাট্টায় যাঁরা টাকা লাগায় তাঁদের থেকে শুরু করে মোবাইল চুরির মতো ছোট অপরাধী সকলেই তাঁদের নজরে রয়েছে৷Zhenhua Data Information Technology Co Limited- নিজেদের প্রযুক্তির জোরে ভারতের ওপর গোয়েন্দাগিরি চালাচ্ছে৷ বিশেষ এই চিনা সংস্থা ওভারসিজের ইন্ডিভিজুয়াল ডেটাবেস (OKIDB) বানিয়ে নিয়েছে৷ চিন আতঙ্কবাদী থেকে শুরু করে স্থানীয় মোবাইল চোর সব ধরনের ডেটা নিজেদের কাছে মজুত রাখছে৷এই তালিকায় রয়েছে সনিয়া গান্ধির জামাই রবার্ট বঢরার স্কাই লাইট হসপিটালিটি প্রাইভেট লিমিটেড৷ এছাড়াও রয়েছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী৷ তাঁর বিরুদ্ধে নিজের আত্মীয়দের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে৷ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী মধু কোড়া যাঁর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগে রেড কর্নার নোটিশ জারি রয়েছে তাঁর তথ্যও রয়েছে চিনের হাতে৷ এই সমস্ত হাইপ্রোফাইল ব্যক্তিদের রিয়েল টাইম ডেটা তাঁর হাতে রয়েছে৷শতাধিক আতঙ্কবাদী মামলার ডেটাও এই মুহূর্তে চিনের হাতে রয়েছে৷ ভারত থেকে পলাতক দাউদ ইব্রাহিম, ২০১৪ সালে বিস্ফোরণের NIA দ্বারা বাংলাদেশের (JMB) -র জামাত উল -মুজাহিদিনের সদস্যের তদন্ত, অপহরণ , হত্যা , লুঠের তদন্তের আপডেটও তাদের হাতে পৌঁছে গেছে৷Zhenhua Data Information Technology Co Limited-সত্যম গ্রুপের চেয়ারম্যান রামালিঙ্গা রাজু-র বন্ধুর তৈরি করা ১৯ টি কোম্পানির বিরুদ্ধে আয়কর সংক্রান্ত মামলা চলছে, সেটার তথ্যও নিজেদের কাছে রেখেছে৷ তাদের কাছে রয়েছে মধ্যপ্রদেশের ব্যাপম মামলার তথ্যও৷SEBI-র তালিকায় অপরাধী এমন ছোটবড় পাঁচশোটি কোম্পানি-র তথ্যও তাঁদের কাছে রয়েছে৷ এই সমস্ত আর্থিক ঘোটালার তথ্য রেখে ভারতীয় অর্থনীতির বিরুদ্ধে গোপন তদন্ত জারি রেখেছে তারা৷ভারতের সুপারহিট মিলিয়ন ডলার ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলও রয়েছে চিনের এই নজরদারির তালিকায়৷ IPL , ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ, স্পট ফিক্সিংয়ের সময়ে যেভাবে সাট্টাবাজি চলে চিন পুঙ্খানুপুঙ্খ তার সব ডেটা নিজেদের কাছে রাখছে৷ ৪০ -র বেশি বড় সাট্টাবাজের তথ্য তাদের হাতে ৷ ২০১৮ থেকে পাঁচ বছরের জন্য ভারতীয় আইপিএলের মূল স্পনসর ছিল ভিভো৷ কিন্তু চিনের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় এই মুহূর্তে আইপিএলের স্পনসরশিপ থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে৷ এবারের আইপিএলের স্পনসর ড্রিম ইলেভেন৷ভারতীয় সরকারি এজেন্সিতে একসময়ের কর্মরত সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন ,‘আমরা একটা ক্রাইম ম্যাপ দেখছি৷ যা একটি মুক্ত লোকতান্ত্রিক দেশের অপরাধ প্রণালী চিহ্নিতকরণের কাজ করছে৷ এতে এই মুহূর্তে সেভাব বড় ক্ষতি নেই, কিন্তু সোর্স ইনটেলিজেন্সের জন্য প্রচুর পরিমাণে ফ্রেমওয়ার্ক করা হচ্ছে৷ এখনও অবধি পাওয়া লিস্টের কোনও নামই সেভাবে চমকে দেওয়ার মতো নয়. কিন্তু এরপর চিন হাইব্রিড যুদ্ধের প্রস্তুতি করবে৷ আর ভারতীয় গোয়েন্দা সংস্থাকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে৷

