অনুভা গাঙ্গুলি (৮৩) কন্ঠের বৃদ্ধা ১০টি লোকগীতি গানের এলবাম প্রকাশ করলেন রাজ্যের রাজ্যপাল কিশোরীনাথ ত্রিপাঠি

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : অনুভা গাঙ্গুলি (৮৩) কন্ঠের বৃদ্ধা ১০টি লোকগীতি গানের এলবাম প্রকাশ করলেন রাজ্যের রাজ্যপাল কিশোরীনাথ ত্রিপাঠি কলকাতা প্রেস ক্লাবে ৭ই জুন শুক্রবার তিনি প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সঙ্গে ছিলেন গায়িকার সনামধন্য পুত্র অরিবিন্দ গাঙ্গুলি বৈকাল ৪-৫ প্রেস ক্লাবে গায়ক সুরকার লেখক বহু গুণীজন ব্যক্তিরা এছাড়া মঞ্চে ছিলেন সব্যসাচী চক্রবর্তী দেবশ্রী রায় প্রাক্তন বিধায়ক শিখ বিলাস ধর্মা স্বপ্ন দাস সৈকত মিত্র আরো অনেকে. গায়িকা অনুভা গাঙ্গুলি এই ৮৩ বয়সেও মঞ্চে উঠলেন পুত্র আরবীন্দর হাত ধরে সাধারণ দর্শক মোহিত হয়ে মাতা-পুত্রকে ভাবনা রেকর্ডস এন্ড ক্যাসেটের নিবেদক ক্যাসেটের নাম : ‘সুন্দর কন্যা’.

