অনুভব

অনুপ কুমার বর্ধন
সেই কবে তোমার সাথে দেখা হয়েছিল…
আজও মনে পড়ে।
সুভাষ পার্কে মুখোমুখি বসেছি কতদিন
বিজ্ঞান কেন্দ্রের আয়নায় তোমার ছবি,
এম.এম.ও ময়দানে পাশাপাশি দু’জনে
হাঁটতে হাঁটতে অনেক স্বপ্ন দেখেছিলাম।
তারপর তোমায় কতদিন দেখিনি,
দেখিনি তোমার গোলাপের পাপড়ির মতো
এক কণা চাঁদের হাসি,
তবু অনুভব করি–
তোমার ভালোবাসার অস্তিত্ব,
তুমি গুনগুন করে গাইতে
আমার পছন্দের রবীন্দ্রসংগীতগুলো।
আমি ইস্পাতের দৃঢ় বিশ্বাসে
একা একা শান্ত অপরাহ্ণে
বসে থাকি তোমার অপেক্ষায়,
রোদের উত্তপ্ত ভালোবাসার ভিতর।
তুমি হয়তো ব্যস্ত থাকো
তোমার কবিতা লেখায়
আমি অনুভব করি সে ব্যস্ততার ছবি।
তোমার অপেক্ষায় স্থির অনুভবে
একা একা রচি স্বতন্ত্র এক পৃথিবী।

