অপ্রতিরোধ্য : কাশ্মীরের লেফটেনেন্ট উমর ফৈয়াজ পুস্তকের আত্ম প্রকাশ

সত্যজিৎ চক্রবর্তী  খবর ২৪   : সম্প্রতি অপ্রতিরোধ্য : কাশ্মীরের লেফটেনেন্ট উমর ফৈয়াজ পুস্তকের আত্ম প্রকাশ হলো তাজ বেঙ্গলে. এই পুস্তকটির মধ্যে আছে খুব কঠিন পরিস্থিতির মধ্যে ৬ মা’স কাটিয়েছেন লেখিকা ভাবনা অরোরা পুস্তকটিতে আছে লেফটেনেন্টের জীবন কাহিনী. 2017 সালে উমরকে অপহরণ করে জঙ্গীরা তারপর তাকে খুন করে. শ্রী সিমেন্ট লিমিটেডের উদ্যোগে এবং কলকাতা তাজ বেঙ্গলের সহযোগিতায় প্রভা খৈতান ফাউন্ডেশন আয়োজিত লেখিকা ভাবনা অতিথী হিসাব হাজির ছিলেন তিনি বলেন এই পুস্তকটা লিখতে গিয়ে তাকে কতটা ওঠা-নামা করতে হয়েছে এখানে সে কথা শোনালেন তিনি.