মহিলা ভোটারদের নিয়ে টুইট ঘিরে Arvind Kejriwal-Smriti Irani বাগযুদ্ধ

নিজস্ব সংবাদদাতা খবর : নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সঙ্গে বাগযুদ্ধে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ( Smriti Irani)। অরবিন্দ কেজরিওয়াল টুইট করে সমস্ত মহিলাকে আবেদন জানান, বিপুল সংখ্যায় ভোট দেওয়ার জন্য। এবং পুরুষদের সঙ্গে পরামর্শ করে তাঁদের ভোট দেওয়ার আর্জি জানান অরবিন্দ কেজরিওয়াল। তাঁর এই টুইটের পর তাঁকে আক্রমণ করেন স্মৃতি। তিনি পাল্টা টুইট করে কেজরিওয়ালকে ‘‘নারীবিদ্বেষী” বলে কটাক্ষ করেন। তিনি টুইট করে জানান, ‘‘অবশ্যই যান এবং ভোট দিন। একটি বিশেষ আবেদন সকল মহিলাদের, যেভাবে আপনারা ঘরের দায়িত্ব নিয়েছেন, দেশ ও দিল্লির দায়িত্বও আপনাদের উপরে। সমস্ত মহিলারা গিয়ে ভোট দিন এবং পরিবারের পুরুষদের সঙ্গে নিয়ে যান। পুরুষদের সঙ্গে আলোচনা করুন কাকে ভোট দেওয়া ঠিক হবে।”তাঁর টুইটের ‘‘পুরুষদের সঙ্গে আলোচনা করুন” অংশকে কেন্দ্র করেই তাঁকে আক্রমণ করেন স্মৃতি ইরানি। কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী হিন্দিতে টুইট করেন, ‘‘আপনি কি মনে করেন না মহিলারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন কাকে ভোট করা যায়?” তাঁর টুইটের সঙ্গে হ্যাশট্যাগ ছিল ‘অ্যান্টিউওমেনকেজরিওয়াল’।তাঁর ওই টুইটের পরে পাল্টা টুইট করে অরবিন্দ কেজরিওয়াল লেখেন, ‘‘স্মৃতিজি, দিল্লির মহিলারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কাকে তাঁরা ভোট দেবেন। এবং দিল্লি জুড়ে মহিলারা এই সিদ্ধান্তও নিয়েছেন কাকে তাঁদের পরিবার ভোট দেবে। শেষ পর্যন্ত তাঁদের ঘর চালাতে হয়।”কেজরিওয়াল জানান, তিনি বোঝাতে চেয়েছিলেন মহিলারা যেন পুরুষদের বলে দেন কাকে ভোট করতে হবে। তিনি বলেন, ‘‘মহিলারা জানেন ঘর চালানো কত কঠিন। বিদ্যুতের হার ও মূল্য বাড়লে তাতে কারা আঘাত পাবে? তাই আমি বলতে চেয়েছি ওঁদের উচিত পুরুষদের বলে দেওয়া কাকে ভোট দিতে হবে।”দিল্লির ১.৪৭ কোটি মানুষ শনিবার ভোট দেবেন। নির্বাচনে মূল লড়াই আম আদমি পার্টি ও বিজেপির মধ্যে।৭০টি বিধানসভা কেন্দ্রে মোট প্রার্থী সংখ্যা ৬৭২ জন। ২০১৫ সালে ৭০ আসনের মধ্যে ৬৭টিতে জয়লাভ করেছিল আপ। সেই জয়ের ধারা বজায় রাখতে চায় তারা। অন্যদিকে বিজেপির আত্মবিশ্বাস লোকসভা নির্বাচনের সাফল্য তারা ধরে রাখবে। লোকসভায় সাতটি কেন্দ্রেই জয়ী হয়েছিল গেরুয়া শিবির।২০১৫ সালে ৭০ আসনের মধ্যে ৬৭টিতে জয়লাভ করেছিল আপ। সেই জয়ের ধারা বজায় রাখতে চায় তারা। অন্যদিকে বিজেপির আত্মবিশ্বাস লোকসভা নির্বাচনের সাফল্য তারা ধরে রাখবে। লোকসভায় সাতটি কেন্দ্রেই জয়ী হয়েছিল গেরুয়া শিবির।নির্বাচনের ভোটগণনা আগামী মঙ্গলবার।

