প্রশ্ন তুললেন Asaduddin Owaisi : “মুসলিম বোনদের” কেন এত ভয় পাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: নয়াদিল্লি: সংসদে তিন তালাক বিরোধী আইন পাস করে মুসলিম মহিলাদের ‘বোন’ বানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister)। এখন তাহলে সেই মুসলিম মহিলাদের এত ভয় কেন পাচ্ছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)? শাহিনবাগ প্রসঙ্গে এভাবেই মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধলেন হায়দরাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েসি। দিল্লি বিধানসভার নির্বাচনী প্রচারে শাহিনবাগ আন্দোলনকে (Shaheen Bagh protests) আক্রমণের নিশানা বানিয়েছেন নরেন্দ্র মোদি-সহ তাঁর দলের নেতারা। এবার কটাক্ষের সুরে সেই আক্রমণ ভোঁতা করতে এদিন সংসদে সরব হলেন ওই এআইএমআইএম সাংসদ। এদিন তিনি সংশোধিত নাগরিকত্ব (CAA ) আইন আর এনপিআর নিয়ে লোকসভায় সরব হয়েছিলেন। প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে ওয়েসি বলেছেন, “আপনি নির্দিষ্ট করুন এনপিআর আর এনআরসি, সিএএ’র সঙ্গে সংযুক্ত না। আপনি সংসদকে বলুন দেশব্যাপী এনআরসি হবে না।”

