আশার আলো দেখালো মারওয়ারী যুব মঞ্চ রিষরা স্বেচ্ছাসেবী সংগঠন

সত্যজিৎ চক্রবর্তী : রিষরা, হুগলী, ২৫সে মার্চ, বিশেষ বিকলাঙ্গদের চাহিদা সম্পন্নদের আশার আলো দেখালো মারওয়ারী যুব মঞ্চ রিষরা স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার সংগঠনের পক্ষ থেকে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ লাগানোর এক শিবিরের আয়োজন হল রিষরা বাঙ্গুর পার্কের সেবক সংঘে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিষরা পৌরসভার পৌর প্রশাসক বিজয় শঙ্কর মিশ্রা মারোয়াড়ী যুবা মঞ্চের রিষরা শাখার সভাপতি সুশীল ভাবসিনকা, সম্পাদক অজয় সিংঘল, চেয়ারম্যান প্রমোদ কুমার আগরওয়াল, সহ-চেয়ারম্যান অশোক ঝুনঝুনওয়ালা, পবন পেরিয়াল, অভিষেক কারনানী, তুলসী মিত্তল সহ অন্যান্যরা। সংগঠনের চেয়ারম্যান প্রমোদ কুমার আগরওয়াল জানান, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ লাগানোর যে ক্যাম্প করা হয়েছে আজ প্রথম দিন।যে সব মানুষের হাত পা নেই, ছোট-বড়, ভাঙ্গা তাদের হাত পায়ের মাপ নেওয়া হবে এবং রবিবার, ২৭সে মার্চ, বেলা সাড়ে ১২টায় তাদের দেওয়া হবে। সেই অনুযায়ী হাত পা লাগানোর কাজ করা হবে। তিনি আরো বলেন, আজ খুব আনন্দ অনুভব হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে পরিষেবা দিতে পারার জন্য আমরা ধন্য। মাড়োয়ারি যুবা মঞ্চের পক্ষ থেকে এদিন কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের যে ক্যাম্পের আয়োজন করা হয়েছে, তা সম্পূর্ণ কর্মসূচিকে বাস্তবায়িত করার দায়িত্বে রয়েছে “ডক্টর চয়েজ ব্র্যান্ড এডিবল অয়েল বজবজ রিফাইনারিস্ লিমিটেড”
এদিন সকাল থেকেই সুন্দরবন, বনগাঁও, ব্যান্ডেল, পুরুলিয়া সহ বিভিন্ন জেলা থেকে প্রায় ২০০জনের অধিক মানুষ ক্যাম্পে আসে। আগামী রবিবার প্রায় ২০০ জনের বেশী মানুষ উপকার পাবেন বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

