এশিয়ান হিউম্যান রাইট সোসাইটির পক্ষ থেকে নতুন দিল্লী অভিযান ২৬শে জুন

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪   :এশিয়ান হিউম্যান রাইট সোসাইটির পক্ষ থেকে নতুন দিল্লী অভিযান ২৬শে জুন. কলকাতা প্রেস ক্লাবস এক সাংবাদিক সম্মেলনে সোসাইটির প্রধান. তিনি বলেন আমরা ৭ জনের একটা প্রতিনিধি দল নিয়ে যাব আমাদের দাবি রাজ্যের উন্নয়নমূলক ২১টি প্রকল্প অবিলম্বে ২০২০ সালের মধ্যে রূপায়ন করতে হবে এই দাবি পত্র ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধান মন্ত্রীসহ এই কাজের যুক্ত মন্ত্রীদের হাতে তুলে দেব.

১) সিঙ্গুরে সৌরচালিত মোটর গাড়ির কারখানা নির্মান/ডানকুনি ফুরফুরা শরীফ ও তারকেশ্বর ও বিষ্ণুপুর রেল প্রকল্প পুনরায় চালু করা/সারা পশ্চিমবঙ্গকে দূষণ মুক্ত করা ইত্যাদি.

১) সিঙ্গুরে সৌরচালিত মোটর গাড়ির কারখানা নির্মান/ডানকুনি ফুরফুরা শরীফ ও তারকেশ্বর ও বিষ্ণুপুর রেল প্রকল্প পুনরায় চালু করা/সারা পশ্চিমবঙ্গকে দূষণ মুক্ত করা ছাড়াও আরো ২৩টা প্রকল্প রূপায়ন করতে হবে. এই প্রতিনিধির মধ্যে সম্ভাব্য ব্যক্তিরা হলো কাজী সাদিক হোসেন ত্রিলোচন সিংহ ডাঃ অরুন কুমার দয়াময় বিশ্বাস শীলা মিশ্র পরিমল দাস বিশ্বজিৎ চ্যাটার্জী মানিক লাল গুহ.