AYODHYA RAM MANDIR ভবন থেকে ২৫ কিলোমিটার দূরে মসজিদের জমি

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, অযোধ্যায় দিতে হবে মসজিদ নির্মাণের জমি, সেই মতো মন্দির-মসজিদ (Temple-Mosque Site) জায়গা থেকে ২৫ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের অযোধ্যায় দেওয়া হয়েছে মসজিদের জমি। উত্তরপ্রদেশের মন্ত্রী শ্রীকান্ত শর্মা জানান, লখনউ জাতীয় সড়কে অযোধ্যার ধানিপুরে ওই জমি রয়েছে, সেটি জেলা সদর দফতর থেকে ১৮ কিলোমিটার দূরে। সূত্রের খবর, অযোধ্যার (Ayodhya Town) “১৪ কোসি পরিক্রমার” বাইরে, বা অযোধ্যা শহর থেকে ৪২ কিলোমিটারের মধ্যে ওই জায়গাটি চিহ্নিত করেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। নভেম্বরে সুপ্রিম কোর্ট তাদের ঐতিহাসিক রায়ে জানায়, জায়গাটির জন্য হিন্দু ও মুসলিম, উভয়ের তরফেই মালিকানার দাবি করা হয়েছে, সেটি পুরোপুরিই রামলালা বা শিশু রামের সঙ্গে। এছাড়াও যে জায়গাটিতে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, সেখানে মন্দির নির্মাণের জন্য সরকারকে একটি ট্রাস্ট গঠনের নির্দেশ দেয় শীর্ষ আদালত। হিন্দু আন্দোলনকারীদের দাবি, রামের জন্মভূমির জন্য সেখানে যে প্রাচীণ মন্দির ছিল, সেটি ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে।

