অযোধ্যা : রাম মন্দির নির্মাণে ট্রাস্টের ঘোষণায় নির্বাচনী বিধিভঙ্গ করেননি প্রধানমন্ত্রী, জানাল কমিশন

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: নয়া দিল্লি: পূর্ব পরিকল্পনা অনুযায়ী এবার অযোধ্যায় (Ayodhya) রাম মন্দির নির্মাণের জন্যে ট্রাস্টের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে সুপ্রিম কোর্ট আদেশ দেয় যে, অযোধ্যাতে রাম মন্দির নির্মাণ তদারকি করার জন্য একটি বিশেষ কমিটি বা ট্রাস্ট প্রতিষ্ঠা করতে হবে। সেই নির্দেশ অনুযায়ীই পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। বুধবার লোকসভায় প্রধানমন্ত্রী মোদি বলেন, “আমার সরকার শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র নামে একটি ট্রাস্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে, এই ট্রাস্ট নতুন করে রাম মন্দির (Ram Temple) নির্মাণ ও এর সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে”। তিনি বলেন, “আসুন আমরা সকলেই অযোধ্যায় এই রাম মন্দির নির্মাণকে সমর্থন জানাই”। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যখন এই আহ্বান জানান তখন সরকার পক্ষের সাংসদদের দিক থেকে শোনা যায় “জয় শ্রী রাম” ধ্বনি।প্রধানমন্ত্রী আরও বলেন যে, নভেম্বরে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক আদেশের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই আদেশে দেশের শীর্ষ আদালত জানায়, অযোধ্যায় বিতর্কিত জমিটি রাম লাল্লার (শিশু রাম) নামেই বরাদ্দ হবে এবং সুন্নি ওয়াকফ বোর্ডকে একটি মসজিদ তৈরির জন্য বিকল্প পাঁচ একর জমি দেওয়ার ব্যবস্থা করতে হবে।

