আয়োজিত হলো ভানু বন্দ্যোপাধ্যায় ও সন্তোষ কুমার ঘোষ স্মৃতি স্মারক সন্মান প্রদান উৎসব ২০২০

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: বাংলা শিল্পী সাহিত্যিক সমাজ কর্মী সাংবাদিক সমিতির উদ্যোগে আম্বেদকার কালচারাল কলেজ ও জলঙ্গি সাহিত্য পত্রিকার সহযোগিতায় কিংবদন্তি কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় ও বিশ্ববরেণ্য সাংবাদিক ও সাহিত্যিক সন্তোষ কুমার ঘোষ এর জন্ম শতবর্ষ কে স্মরণীয় করে রাখতে তাদের জীবন প্রতিভা প্রচার ও প্রসারের উদ্দেশ্য বাংলার কৃতি শিল্পী, সমাজসেবী, কলাকুশলী ও সাংবাদিকদের ভানু ব্যানার্জী ও সন্তোষ কুমার ঘোষ স্মৃতি স্মারক সন্মান ২০২০ প্রদান উৎসব অনুষ্ঠিত হলো কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে ।এই শুভ উৎসবের সূচনা করেন মহাকাশ বিজ্ঞানী অধ্যাপিকা শর্মিষ্ঠা বোস। এছাড়া ছিলেন আম্বেদকর কালচারাল কলেজের সম্পাদক দিলীপ বিশ্বাস , জলঙ্গী সাহিত্য পত্রিকার সম্পাদক চিন্ময়ী বিশ্বাস, কার্যকরী সভাপতি মিলন বসু , বিদ্যাসাগর চর্চা কেন্দ্র সম্পাদক রামেশ্বর বন্দ্যোপাধ্যায় , দেবকন্যা সেন সম্পাদক আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটি , আইনজীবি সম্পাদক প্রদীপ বড়াল, ভবাপাগলা মহাসম্মেলনে এর প্রতিষ্ঠা ডাঃ গোপাল ক্ষেত্রী, প্রমুখ অভিনেতা বিদীপ লাহিড়ী , ডাঃ প্রকাশ মল্লিক , সুশান্ত প্রসন্ন টিকাদার। এই শ্রদ্ধার্ঘ্য প্রদান উৎসবে শতবর্ষ আলোকে ভানু বন্দোপাধ্যায় ও সাংবাদিকতা ও সাহিত্যের সৃষ্টিতে সন্তোষ কুমার ঘোষ এই জীবনের নানা অজানা দিক সকলের দৃষ্টি আকর্ষণ করেন দিলীপ বিশ্বাস ,চিন্ময়ী বিশ্বাস , ধীরু বন্দ্যোপাধ্যায়। এদিন সভাপতি দিলীপ বিশ্বাস, সম্পাদক প্রদীপ বড়াল বলেন ভারতীয় সংস্কৃতির আন্দোলনে যে সব মানুষজন দেশের হয়ে কাজ করে গেছেন তাদের জীবন আদর্শ ত্যাগ সকলের তুলে ধরে মনে দাগ কাটা আমাদের কাজ। এদিন সম্মান প্রদান উৎসবে ভানু বন্দ্যোপাধ্যায় স্মৃতি স্মারক সম্মান ২০২০ প্রদান করা হয়, সুরেন্দ্রনাথ সিং , মিলন বসু , পিঙ্কি বিশ্বাস, চিন্ময়ী বিশ্বাস , তাপস রাহা, বিজয় শেঠ , সন্তোষ কুমার রায় , দেবরাজ ব্যানার্জী , কৃষ্ণবন্ধু ধর, মিতা বন্দ্যোপাধ্যায়, হিন্দোল মিত্র , পার্থ সারথি বর , মুনমুন বিশ্বাস, দীগেন পল্লে , মঞ্জুলা বর, তপন কুমার দাস ,শ্রীকান্ত দাসগুপ্ত , ধীরু বন্দ্যোপাধ্যায়, সরস্বতী অধিকারী , সমীর বন্দ্যোপাধ্যায়, প্রমুখ। সন্তোষ কুমার ঘোষ স্মৃতি স্মারক সম্মান ২০২০ প্রদান করা হয় দিলীপ বিশ্বাস , গোপাল দেবনাথ , ইন্দ্রজিৎ আইচ , শ্যামলেন্দু দাস, ডাঃ গোপাল ক্ষেত্রী , উমেশ রায় ,সঞ্জীব চক্রবর্তী প্রমুখ। কবিতা, গান ,কথায় এই উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভানু বন্দ্যোপাধ্যায় ও সন্তোষ কুমার ঘোষ এর প্রতি শ্রদ্ধা জানান কৃষ্ণবন্ধু ধর ,কেকা আইচ ,রবীন দাস , কনক ভৌমিক ,লীলাবতী বিশ্বাস , দূর্গা পাল সহ অন্যান্য শিল্পীবৃন্দ।এদি শতাধিক পথ শিশুদের নতুন বস্ত্র তুলে দেয় চিন্ময়ী বিশ্বাস , দিলীপ বিশ্বাস ও আইনজীবী প্রদীপ বড়াল সহ অন্যান্য গুণীজন।

