স্ত্রী তাহিরাকে নাকি ১২৫ বছর ধরে চেনেন আয়ুষ্মান খুরানা ! গত জন্মের স্মৃতি ফিরে পেলেন না তো !

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: আয়ুষ্মান খুরানা ও তাহিরা কাশ্যপ। রিয়েল লাইফ কাপল। তাহিরাকে ভালোবেসে ২০০৮ সালে বিয়ে করেছিলেন আয়ুষ্মান।এর পর কেটে যায় ১‌২টা বছর। আজ তাঁদের বিবাহবার্ষিকী। কিন্তু আয়ুষ্মান বলেছেন তিনি নাকি ১২৫ বছর ধরে নাকি আছেন তাহিরার সঙ্গে? কিন্তু তা কি করে সম্ভব?তাহিরা স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। এখন সুস্থও আছেন। তাঁদের দুই সন্তানকে নিয়ে সুখের সংসার ! তবে কি মাথা খারাপ হয়ে গেল আয়ুষ্মানের ?আসলে বিবাহবার্ষিকীতে একটু আবেগপ্রবণ হয়ে পড়েন আয়ুষ্মান। স্ত্রীকে পিঠে চাপিয়ে একটি ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।সেখানেই আয়ুষ্মান লেখেন, ” আমরা ১২৫ বছর ধরে একসঙ্গে থাকাকে সেলিব্রেট করছি। হতে পারে তার থেকেও বেশি সময় ধরে এক সঙ্গে আছি। আমাদের ভালোবাসার কাছে সময় কিছুই না। তুমিই আমার ভালোবাসা, আমার স্ট্যান্ড আপ কমেডি, আমার প্রেমিকা, এবং আমার প্রিয় বন্ধু। আমি তোমার সঙ্গে বুড়ো হতে চাই। অনেক মজা করবো আমরা। শুভ বিয়ের দিন তাহিরা।” এই পোস্টে ভালোবাসার আবেগে ভেসেই তিনি অনেকটা কবির মতো করে লিখেছেন ১২৫ বছর ধরে এক সঙ্গে থাকার কথা।