“বাবা-মায়ের জন্মস্থান না জানলে শরণার্থী শিবিরে থাকতে হবে”: অশোক গেহলট

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: জয়পুর: দেশের শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যাহার করুক কেন্দ্রীয় সরকার, এমন দাবি তুললেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এমনিতেই বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরোধিতা (CAA) সারা দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দিল্লির শাহিনবাগে গত দু’মাস ধরে প্রতিবাদ চলছে। সিএএ-র বিরুদ্ধে আপত্তি তুলে ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্য সরকার বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাস (Anti CAA protest) করেছে, রাজস্থান তাদের মধ্যে অন্যতম। সংশোধিত নাগরিকত্ব আইনের বিক্ষোভকারীদের পাশে গিয়ে দাঁড়ালেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রীও (Ashok Gehlot)। শুক্রবার, তিনি হঠাৎ করেই জয়পুরের বিক্ষোভস্থলে পৌঁছন যেখানে বহুদিন ধরেই সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিক পঞ্জিকরণের (NRC) বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ চলছে। সিএএ বিরোধী বিক্ষোভে তিনি বলেন, “এনডিএ সরকারের উচিত এই আইনটির বিষয়ে পুনর্বিবেচনা করা। এটি সংবিধানের মূল ধারার পরিপন্থী। সরকারের উচিত এই আইনটি প্রত্যাহার করে নেওয়া যাতে দেশে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকে”।