বাবাই সেন পরিচালিত সেক্স কমিডির ওয়েবসিরিজ

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : পেহচান ফিউমেজ প্রোডাকশন নিবেদিত বাবাই সেন পরিচালিত সেক্স ও কমেডি ধাঁচের ওয়েবসিরিজ “বোকা সোডা “-র ট্রেলর লঞ্চ হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে।আঠারো মিনিটের ছবিতে সংগীত পরিচালনা করেছেন সন্দীপন ধর।