সংক্রমণের ঝুঁকি, বন্ধ বাগবাজার সর্বজনীনে ১০০ বছরেরও পুরনো সিঁদুর খেলা, নিষেধ আড্ডাতেও

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: ভিড় মানেই বিপদ ৷ করোনাকালে ভিড় এড়াতে সাহসী সিদ্ধান্ত একের পর এক পুজোকমিটি ৷ দশমীতে উত্তরমুখী কলকাতাবাসীর জন্য দুঃসংবাদ ৷ সংক্রমণ এড়াতে বন্ধ হয়ে গেল শতক পেরনো বাগবাজারের সিঁদুর খেলার প্রথা ৷বাগবাজারের পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, সংক্রমণ ঠেকাতে এবছর সিঁদুর খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত ৷ এবছর ১০২ বছরে পা দিল এই পুজো ৷ এই সংক্রমণকালে ১০০ বছরে প্রথমবারের জন্য বন্ধ সিঁদুর খেলা ৷তবে উদ্যোক্তারা জানিয়েছেন, সিঁদুর খেলা বন্ধ হলেও বরণ করতে পারবেন সকলে ৷ তবে বরণ করেই চলে যেতে হবে পুজা প্রাঙ্গণে অপেক্ষা বা আড্ডা দেওয়া যাবে না ৷ প্রতিবছর দূরদুরান্ত, শহরতলি, শহর থেকে মানুষ এই পুজোমন্ডপে ঠাকুর বরণ করতে আসেন ৷শুধু সিঁদুর খেলা বন্ধই নয়, উদ্যোক্তারা আরও কিছু সিদ্ধান্ত নিয়েছেন ৷ যেমন- দর্শনের জন্য মন্ডপের ভিতরে ঢোকা যাবে না বাইরে থেকেই দর্শন করে চলে যেতে হবে ৷ এছাড়া মন্ডপের মাঠে ঢোকা-বেরনোর গেট থাকবে আলাদা ৷ একসঙ্গে ২০-২৫ জনের বেশি ঢোকা যাবেন না ৷

