বাংলা শিল্পী-সাহিত্যিক-সমাজকর্মী-সাংবাদিক সমবায় সমিতির কিংবদন্তী হেমন্ত মুখপাধ্যায়ের জন্মশতবর্ষে শ্রদ্ধা জানানো

সত্যজি চক্রবর্তী খবর ২৪: বুধবার ৩১সে জুলাই এই দিন ভারতীয় সঙ্গীতের জগতের মহান কৃতি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় স্মারক বক্তিতা – ২০১৯ ও বিশ্ব তথা সারা বাংলার নানা প্রান্তের কৃতীদের সম্মান জানানো হয়.পর সমিতির উদ্যোগে ও আম্বেদকর কালচারাল কলেজের শহায়তার মর্যাদার সহিত হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম শতবর্ষ পাম করা হয়.উৎসবের সূচনা করেন মঙ্গলদ্বীপ প্রজ্বলন করেন সাইন্টিস্ট গবেষক শর্মিষ্ঠা বোস ও জয়া বোস অধ্যক্ষ আম্বেদকর কালচারাল কলেজের সম্পাদক দিলীপ বিশ্বাস চেয়ারম্যান উজ্জ্বল বিশ্বাস শিল্পী লীলাবতী বিশ্বাস উমেশ রাই আরও অনেক গুণীজন উপস্থিত চিলিন.স্বাগত ভাষণ দেন দিলীপ বিশ্বাস সমাজকর্মী ও সাংবাদিক প্রদীপ বড়াল তারা বলেন সঙ্গীতে যে ঐতির্য্য জনগনের কাছে তুলে ধরেছেন তাকে ভারী রত্ন প্রদান করা হোক এমন দাবী তোলেন দুই কর্নধার.এদিন সম্মান প্রাপকদের মধ্যে ছিলেন সিতাংশু গুই রিয়া দাস রাঘব পড়ে সুশান্ত মন্ডল ডঃ শেখ আহমেদ আলী দূর্গা পাল দীপ্তি গুহ অধ্যাপিকা শর্মিষ্ঠা বসে জয়া বসু সৌমিত্র বন্দোপাধ্যায় কনক ভৌমিক পিনাকী রঞ্জন ব্যানার্জী দেবপ্রসাদ মুখার্জী মিলান বসু দেবাশীষ রায় বনানী চক্রবর্তী অনুপ চক্রবর্তী জয় প্রকাশ কর্মকারসহ আরও অনেককে দেওয়া হয়. প্রায় 60 জনকে হেমন্ত কুমার স্বরক টাইম দেওয়া হয়ে.সমগ্র অনুষ্ঠানের সুষ্ঠ ভাবে পরিচালনা করেন অধ্যক্ষ দিলীপ বিশ্বাস ও আইনজীবী এবং সাংবাদিক প্রদীপ বড়াল.

