বাংলাদেশ থেকে আগত চার প্রতিনিধি দল ডোমজুড় ব্লক অফিসে

নিজস্ব প্রতিনিধি : ডোমজুর, হাওড়া, বাংলাদেশ থেকে আগত চার সদসের প্রতিনিধি দল ডোমজুড় ব্লক অফিস বেলা একটার সময় পরিদর্শন করতে আসেন। মূলত বাংলা সহায়তা কেন্দ্রের কাজ দেখেন। তারপর জেলা শাসক ও মহকুমা শাসক পরিদর্শন করেন। এখানে ও বাংলা সহায়তা কেন্দ্রের কাজ দেখেন। বৈদ্যুতিক বিল, খাজনা, টাকা স্থানান্তর করা, শংসাপত্রের আবেদন করা প্রভৃতি ৩০০ টির মতো পরিষেবা সহায়তা কেন্দ্র থেকে পাওয়া যায়। পরিষেবা কাজে প্রতিনিধি দল অত্যন্ত সন্তুষ্ট হন।