বাংলার গর্ব মমতা কর্মসূচি নিয়ে আসানসোল উওর বিধানসভায় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক

জয়ন্ত সাহা খবর ২৪: বাংলার গর্ব মমতা কর্মসূচি নিয়ে আসানসোল উওর বিধানসভায় সভা ও কর্মিদের সাথে কর্মী সম্বেলনের মাধ্যমে আলোচনা করলেন আসানসোলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ।শনিবার আসানসোলের কল্যাণপুরে একটি অনুষ্টান হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।সেখানে মন্ত্রী মলয় ঘটক বলেন, গত দু তারিখে তৃনমুলের দলনেত্রী মমতা ব্যানার্জি 75 দিনের একটি কর্মসূচি ঘোষনা করেন।সেখানে তিনি বলেন, 75 দিনের মধ্যে এই কর্মসূচি উপলক্ষে তিনটি পর্যায়ে প্রায় 15 হাজার তৃনমুলের নেতা নেত্বৃত্য সারা বাংলাই আড়াই কোটি মানুষের কাছে তারা পৌছাবেন।আজ থেকে এই কর্মসূচির সুভ সূচনা হল। জনসংযোগ বাড়ানোর পাসাপাসি আরো যে কর্মী রা আসতে চান তাদেরকে সঙ্গে নিয়ে চলাই আমাদের লক্ষ, বলে জানান তিনি।উন্নয়ন কাজ গুলো কে জনগণের কাছে তুলে ধরতে হবে !

