আয়োজিত হলো নবম বঙ্গ শিরোমনি অন্ ন্য সম্মান প্রদান উৎসব ২০১৯

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ কোলকাতা :বাংলার মহান বেক্তিত্বৰ কর্মকৃতি ও বলিষ্ঠ ভূমিকাকে সম্মান জানাতে রিপোটার্স এন্ড ফটোগ্রাফার এসোসিয়েশন আর পরিচালনায় এও আজকের প্রমিত ,পালক শিশু ও কিশোর প্রত্রিকার সহযোগিতায় নবম বর্ষ বঙ্গ শিরোমনি অন্ ন্য সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়ে ছিল কোলকাতা প্রেস ক্লাবে !প্রদীপ জালিয়ে অনুষ্ঠানে আনুষ্ঠানিক শুভ সূচনা করেন মেয়র পরিষদ স্বপন সমাদ্দার ,ভারত সেবাশ্রম সংঘের স্বামী আত্মজগন্যান্দ ,মদন চন্দ্রকারন, বিদ্যালঙ্কার , চেয়ারম্যান গোপাল চান্দ্রা সিনহা সভাপতি অনিল কুমার দাস ,সম্পাদক অনুপ কুমার বর্ধন ,প্রোমিতার সম্পাদক সুখেন মন্ডল ,পালক প্রতিকার সম্পাদক অঞ্জন ভট্টাচার্য ও সাংস্কৃতিক সম্পাদক বিজয় যোধানী ,,মৌসুমী বর্ধন ,, এবারের সম্মান প্রাপকেরা হলেন স্বামী আত্মজগন্যান্দ,,বিজয় যোধানী, অঞ্জন ভট্টাচার্য ,ইন্দ্রজীৎ আইচ , সঞ্জয় মল্লিক ,আম্বার নাথ ভট্টাচার্য ,গোপীনাথ বন্দোপাধ্যায় ,খবর ২৪ এর সম্পাদক উমেশ রায় ,ও অর্চনা বর্ধন

