বরাহনগর রথযাত্রা আয়োজক মহামন্ডলেশ্বর পরমহংস স্বামী পরমাত্মানন্দ মহারাজ

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : বৃহস্পতিবার ৪ঠা জুন বরাহনগর রথযাত্রা আয়োজক মহামন্ডলেশ্বর পরমহংস স্বামী পরমাত্মানন্দ মহারাজ স্থান : পরমহংস মঠ ও মিশন শীতলাতলা এই রথযাত্রা এবারে তেরো বছরে পড়ল জানালেন মহারাজ এখানে উপস্থিত ছিলেন মন্ত্রী তাপস রায় তিনি বললেন আমি গত ১১ শাল থেকে এখানে আসছি এক মনরম পরিবেশের মধ্যে দিয়ে রথযাত্রার সূচনা হয় পাড়ার পুরুষ মহিলা থেকে আরম্ভ করে শিশুরাও অংশ গ্রহণ কৰেছিলো তার পর শোভাযাত্রা সহকারে এলাকা পরিক্রমা করে

