বারুদে ফুলের গন্ধ মূক্তি পেতে চলেছে ১৬ই আগস্ট

নিজেস্ব সংবাদদাতা খবর ২৪ : শুক্রবার ২রা আগস্ট আগামী ১৬ই আগস্ট মূক্তি পাবে ‘বারুদে ফুলের গন্ধ’. ছবির পরিচালক : নাড়ু গোপাল মন্ডল কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জানালেন শ্রীশ্রী ওঁ নর সিংহও জিউর প্রডাক্শনের নতুন ছবি ‘বারুদে ফুলের গন্ধ’ এই ছবিতে অভিনয় করেছেন দেবরাজ রায় অশোক মুখার্জী ভোলা তামাং রাজ ও বোধিসত্ব মজুমদার অনুরাধা রায় কল্যাণী মন্ডল সহ আরও অনেকে.সঙ্গীত পরিচালনায় : এরূপ-প্রণয় / চিত্র নাট্য: ইন্দ্রজিৎ এইচ / ক্যামেরা বৈদ্যনাথ বসাক সম্পাদনা : সোমনাথ কর / শক্তি ফিল্মের নিবেদনে / গান গেয়েছেন কুমার সানু অনিক ধর / মোহন গাঙ্গুলী এবং প্রথা কুন্ডু.

