আইপিএল ২০২০ খতম, সামনে মরশুমে আবারও নতুন দল, নতুন প্ল্যানিং নিয়ে তৈরি বোর্ড

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: ২০২০ -র আইপিএল শেষ হয়ে গেল৷ মুম্বই ইন্ডিয়ন্স (Mumbai Indians ) পঞ্চমবারের জন্য আইপিএল সেরা হল৷ বিসিসিআই (BCCI) পরের মরশুমের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে৷ সর্বভারতীয় সংবাদমাধ্যম হিন্দু (Hindu) রিপোর্ট অনুযায়ি আগামী আইপিএলের আগে পুর্নাঙ্গ নিলাম হওয়ার সম্ভবনা উজ্জ্বল৷ তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে৷রিপোর্ট অনুযায়ি বিসিসিআই আধিকারিকরা ফ্রাঞ্চাইজিদের সঙ্গে কথা চালাচ্ছে৷ বিসিসিআইয়ের উচ্চপদস্থ সূত্রের খবর বড় করে নিলাম হবে৷ আরও একটা বড় খবর এ মরশুমে নবম দল হিসেবে আরও একটি দল ঢুকবে সামনের বছর৷ অতিমারির জেরে যে আর্থিক ক্ষতি হয়েছে তা পোষাতেই বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত নিচ্ছে৷পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আহমেদাবাদ থেকে এক কর্পোরেট জায়ন্টরা এবার দল খেলাবে আইপিএলে৷ সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন আইপিএল ২০২১ নিয়ে নির্ধারিত সময় সব খবর জানিয়ে দেবে বোর্ড৷আইপিএল ফাইনালে মুম্বই ইন্ডিয়ন্স (Mumbai Indians (MI) হারায় দিল্লি ক্যাপিটাল্সকে৷ ৫ উইকেটে ম্যাচ জেতেন রোহিত শর্মারা৷ দুবাইতে ১০ নভেম্বর মঙ্গলবার ছিল ১৩ তম আইপিএলের ফাইনাল৷ মুম্বই প্রথম দল হিসেবে দারুণভাবে পাঁচবার এই ট্রফি জিতল৷ এটা আইপিএলে নতুন ইতিহাস৷ ১৫৭ রান ছিল এদিন মুম্বইয়ের জয়ের টার্গেট৷ ম্যাচের ৮ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় তারা৷ রোহিত শর্মা অর্ধশতরান করেন৷ এছাড়াও কুইন্টন ডি কক , সূর্যকুমার যাদব ও ইশান কিষানরাও এবারের আইপিএলে দারুণ পারফরম্যান্স ৷রোহিত এদিন ৫১ বলে ৬৮ রান করেন ৷ মুম্বই এটা ১৮.৪ ওভারেই হাসিল করে যায়৷ ট্রেন্ট বোল্ট (৩/৩০) দুরন্ত বোলিং করেন৷ ক্যাপিটাল্স শুরুতেই ৩ উইকেটে ২২ রানে ধাক্কা খায়৷ বোল্টের ফাস্ট বোলিংয়ে এই নিদারুণ পরিণতি হয়৷

