স্নেহাশিসের করোনা হওয়ার খবরে হোম কোয়রান্টিনে সৌরভ-অভিষেক

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) দাদা ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের (Snehasish Ganguly) কোভিড-১৯ পরীক্ষার ফল বুধবার পজিটিভ আসার পর সিএবিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সঙ্গে সঙ্গেই বিসিসিআই সভাপতি ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া (Abhishek Dalmiya) নিজেদের হোম কোয়রান্টিনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। কলকাতায় ক্রমশ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় বাড়ির কাছেই অফিস থেকে বিসিসিআই-এর কাজ করতেন সৌরভ। এ ছাড়া দাদাগিড়ির শুটিং এখনও শুরু করা সম্ভব হয়নি। সেই অনুষ্ঠানের এক ক্রু মেম্বার পিটিআইকে জানিয়েছেন, ‘‘রাজারহাটের স্টুডিও এলাকা কনটেইনমেন্ট জোনের মধ্যে পড়ায় শুটিং শুরু করা সম্ভব হয়নি।”বুধবার স্নেহাশিসের স্বাস্থ্যের কথা সিএবিতে জানিয়েছিলেন অভিষেক। সেখানে তিনি বলেছিলেন, ‘‘এটা খুব কঠিন সময়। তিনি নিজেকে শহরের এক হাসাপাতালে ভর্তি করেছেন। সামান্য জ্বর ছাড়া ঠিকই আছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।”সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় করোনায় আক্রান্ত‘‘নিয়ম মেনে আমি কয়েকদিনের জন্য হোম কোয়রান্টিনে যাচ্ছি,” জানিয়েছে অভিষেক ডালমিয়া।তবে এখনই সৌরভ বা ডালমিয়ার কোভিড-১৯ পরীক্ষা করার কোনও খবর পাওয়া যায়নি। কারণ তাঁদের মধ্যে কোনও উপসর্গ এখনও দেখা যায়নি। ডালমিয়া জানিয়েছেন, পরবর্তী নোটিস দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হবে সিএবি।তিনি জানিয়েছেন, ‘‘সিএবির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে সাময়িক সময়ের জন্য কাজ করছিলেন চন্দন দাসের কোভিড-১৯ পরীক্ষার ফর গত ৪ জুলাই পজিটিভ আসার পর তেকেই বন্ধ রয়েছে সিএবি। এবং আপাতত অনির্দিষ্ট কালের জন্য তা বন্ধ করা হল।”আপাতত সব মিটিং অন-লাইনে হলেও ডালমিয়া জানিয়েছেন স্নেহাশিস ও তিনি গত সপ্তাহে সিএবিতে গিয়েছিলেন কলকাতা পুলিশের অফিশিয়ালদের পরিদর্শনের সময়। ইডেনের গ্যালারির নিচের একটা অংশে পুলিশের জন্য কোয়রান্টিন সেন্টার করা হবে, সে কারণেই ছিল এই পরিদর্শন।লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী করোনা আক্রান্ত তিনি বলেন, ‘‘লালবাজারে কলকাতা পুলিশের সঙ্গে মিটিংয়ের সময় অ্যাসোসিয়েশনের তরফে আমি একাই উপস্থিত ছিলাম। স্নেহাশিস পড়ে ইডেন পরিদর্শনের সময় যোগ দেন ইডেনে।”স্নেহাশিসের পরিবারের অনেকে আগেই কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। তার মধ্যে রয়েছেন, তাঁর স্ত্রী, শাশুড়ি, শ্বশুর এ ছাড়া কাজের লোকও রয়েছে এই তালিকায়। গত ২০ জুন তাঁদের করোনা আক্রান্ত হওয়ার খবর আসে। সেই থেকে স্নেহাশিশ তাঁদের পৈত্রিক বাড়ি যেখানে সৌরভ থাকেন বেহালার চণ্ড ভবনেই থাকছিলেন