বেকুটা রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্যের মুক্ষ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জীকে ধন্যবাদ জানালেন

সত্যজিৎ চক্রবর্তী : বেকুটা রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্যের মুক্ষ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জীকে ধন্যবাদ জানালেন তিনি আরো বলেন এক শ্রেণীর অধ্যাপকরা মুখমন্ত্রী মমতা ব্যানার্জীর এই প্রয়াস নিয়ে সমালোচনা করছে কিন্তু আমরা তার এই চেষ্টাকে সমর্থন করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আবেদন করছি আপনি যত তাড়াতাড়ি সম্ভব চালু করার ব্যবস্থা করুন এখানে উপস্থিত ছিল রাজ্য সভাপতি ডঃ বিপ্লব মন্ডল ও অন্যরা কারণ গত ১৯সে আগস্ট ২০১৯ বিশেষ আর্থিক সুবিধার কথা ঘোষণা করেছেন. তাছাড়া বেকুটা-র ১০০% অধ্যাপক ইউজিসি নির্ধারিত যোগ্যতামান (নেট / সেট / পি এইচ.ড ) সম্পন্ন হিসাবে গ্রাহ্য করা হয়েছে এ কথাগুলি বলেন বেকুঠার পক্ষ থেকে রাজ্য সম্পাদক ডঃ শুভঙ্কর পাত্র.

