বেলেঘাটা ফাইব স্টার স্পোটিং ক্লাবের উদ্যোগে রাসমণি বাজারে অনুষ্ঠিত হয়ে গেল অষ্টম রক্তদান উৎসব

অনুপ কুমার বর্ধন খবর ২৪ : বেলেঘাটা ফাইব স্টার স্পোটিং ক্লাবের উদ্যোগে রাসমণি বাজারে অনুষ্ঠিত হয়ে গেল অষ্টম রক্তদান উৎসব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পরেশ পাল ,৩৩ন : ওয়ার্ড এর প্রেসিডেন্ট আলোক দাস ,পৌর প্রতিনিধি আশুতোষ দাস ,রাজেশ খান্না ক্লাব সভাপতি রাজু নস্কর সহ সৌমেন দাস ,মিঠু মল্লিক ,রণবীর সাহা ,ডঃ সোলেন্দ্রা শেখার কুন্ডু সহ বহু বিশিষ্ট ব্যক্তিগন এদিন ২০০ জনের বেশি রক্তদাতা রক্ত দান করেন

