বেলঘড়িয়াতে উণ্নয়নের পাখির মেলা ও মাছের মেলা হয়ে গেলো

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪: বেলঘড়িয়া, কোলকাতা : শীতের আমেজ গায়ে মেখে বিভিন্ন দেশ-বিদেশের এক গুচ্ছ পাখির সমারোহে বেলঘড়িয়া বিভিন্ন ক্লাব পঞ্চমবর্ষে উপহার দিল পাখির মেলা ও মাছের মেলা এর। সঙ্গে উপরই পাওনা পুষ্প মেলা।৩০সে ডিসেম্বর, ২০১৯ থেকে ১লা জানুয়ারী ২০২০, পর্যন্ত এই মেলায় ৫০টি দেশ-বিদেশি পাখি এবং প্রায় ৪১টির মত বিদেশি বাহারি রঙের মাছ প্রদর্শনীতে স্থান পেয়েছিল। পুষ্প প্রদর্শনীতে সজ্জিত এই মেলায় তিন দিন ব্যাপী বেলঘড়িয়াসহ উত্তর ২৪ পরগনার লক্ষাধিক লোকের সমাগম হয়।এক সাক্ষাৎকারে উন্নয়ন ক্লাবের সম্পাদক সন্দীপ দাস জানালেন এই মেলায় উপস্থিত হয়ে ছিলেন কামারহাতির পৌর চেয়ারম্যান মদন মিত্র, পৌর পিতা গোপাল সাহা। অর্থনীতিবিদ শ্রীকুমার বন্দোপাধ্যায় এবং চলচিত্র শিল্পী ও সঙ্গীত শিল্পী সুপর্ণা ঘোষ।

