ভারত সেবাশ্রম সঙ্ঘে মাঘী পূর্ণিমা উৎসবের সূচনা

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪:ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের 125 বছর উপলক্ষে 125 টি প্রদীপ জ্বালিয়ে মাঘী পূর্ণিমা উৎসবের সূচনা করলেন সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বত্মানন্দ মহারাজ মহারাজ। আজ শনিবার কলকাতার বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয়ে মাঘী পূর্ণিমা উৎসবের সূচনা হয়। এ উপলক্ষে শোভাযাত্রা করে স্বামী প্রণবানন্দ মহারাজের ছবি নিয়ে রওনা হন সংঘের সন্ন্যাসী, ব্রহ্মচারী,স্বেচ্ছাসেবক ও ভক্তবৃন্দ। ভারত সেবাশ্রম সংঘে বালিগঞ্জে নতুন ভবনে রাজ সিংহাসনের উদ্বোধন করে সেখানে প্রতিষ্ঠা করা হয় স্বামী প্রণবানন্দ মহারাজের মূর্তি।সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মা নন্দ মহারাজ বলেন, স্বামী প্রণবানন্দ মহারাজ মহামিলন, মহাজাগরণ ও মহা সমন্বয় ও মহা মুক্তি চেয়েছিলেন। সংঘ স্বামীজীর সেই ভাবনাকে বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চায়।

