ভ্রষ্টাচার নির্মূল সমিতির উদ্যোগে এক শোভাযাত্রা ও কেন্দ্রীয় সরকারকে হুমকি

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : ভ্রষ্টাচার নির্মূল সমিতির উদ্যোগে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হলো । শোভাযাত্রার আগে মাকলা মাকাল তলা এক পথসভা করে তারপর এখানথ থেকে শোভাযাত্রার কনভয় উত্তরপারা হয়ে হুগলি রেল স্টেশনের কাছে রেডমিসিটি ম্যারেজ হলে সভা করে সেখান থেকে তারা মাকলায় ফিরে আসে । ওই সভায় বক্তব্য রাখেন উমাকান্ত সিং প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল, Ravindra Driwed National President, Sayyed Ahmed National Spokes person, Narendra Mandal Observer Eastern Zone, Fatima Begam National Manila President, Miraj khan Talengana State President, M. Bhichapati National Observer, Bimal Jana Spokes person (W.B.), Ujjal Kumar Violence Officer (W.B.) এরা সকলেই দেশে যে ভষ্টাচার দুর্নীতি করাপসান চলছে তার প্রতিরোধ অবিলম্বে করতে হবে তানাহলে আজ আমরা যা করেছি আগামী দিনে এর থেকে বরধরনের আন্দোলনে পথে হাঁটবো ।