মুসলিম বুদ্ধিজীবীদের সম্প্রীতি পরিবেশ বজায় রাখার আহবান

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : শুক্রবার ২রা আগস্ট  মুসলিম বুদ্ধিজীবীদের সম্প্রীতি পরিবেশ বজায় রাখার আহবান করলেন কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে. যেহেতু আগামী ১২ই আগস্ট সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ই’দ. এখানে উপস্থিত ছিলেন সকল ধর্মের হিতে সৌকত আলী সিদ্ধিকী মহঃ সাফাদ আলম মহঃ আসাদ মল্লিক মহঃ মমতাজসহ আরো অনেকে. তারা একই শুরে সুর মিলিয়ে বলেন সে হিন্দু কি মুসলিম খ্রিস্টান ইশা  ই জাত বিচার না করে মানুষের পাশে দাড়ান মানুষের কথা ধর্ম নিয়ে হানাহানি করবে না শান্তি বজায় রাখবেন.