বিদায়ী মুখ্যসচিব রাজীব সিনহা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান হচ্ছেন।

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪: কলকাতা, সোমবার, ২৮সে সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের টুইটার অনুসারে জানা গেলো কারো প্রমোশন, কারো অবসর, ১লা অক্টোবর, ২০২০ থেকে। তারা হলেন, আলাপালন বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিব, তিনি এখন স্বরাষ্ট্রসচিব, এবার স্বরাষ্ট্রসচিব হচ্ছেন এইচকে দ্বিবেদী, তিনি এখন অর্থসচিব, এবার অর্থসচিব হচ্ছেন মনোজ পন্থ।

