বিনা খরচে হোস্টেলের সুযোগ শিমুল ছায়ায় ও বিনা খরচে ট্রেনিং

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪: সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে শিমুল ছায়া লেডিস হোস্টেল লেডিস শিমুল মিউজিক সার্কেল কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সার্কেলের সম্পাদক মৌসুমী রায় জানালেন আমাদের হোস্টেল বিনা মূল্যে এখানে থাকার সুযোগ দেব পাশ পাশ বিনা খরচে প্রশিক্ষণের ব্যবস্থা থাকছে । তিনি আরোও বলেন শিক্ষান্তে কাজের সুযোগ আছে রুগী থেকে আরম্ভ করে নানা রকম পারফর্মিং আর্ট থেরাপিসহ নানা রকম প্রশিক্ষন দেওয়া হবে ।বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে ।ডিমেনশিয়া কেয়ার সেন্টারে দৈনিক ৩০০/- থাকার সুযোগ রয়েছে ।এখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী, jyotirmay shikdar aro aneke