বিস্ফোরণে কেঁপে উঠল লখনউ আদালত, আহত ২ আইনজীবী, উদ্ধার আরও ৩ টি বোমা

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: লখনউ: লখনউ আদালত চত্বরে বোমা বিস্ফোরণের (Lucknow Explosion) ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। জানা গেছে, আদালতের আইনজীবীদের বসার ঘর লক্ষ্য করেই ওই দেশি বোমাটি ছোঁড়া হয় যাতে আহত হয়েছেন কমপক্ষে ২ জন আইনজীবী। প্রাথমিকভাবে খবর মিলেছে যে, লখনউ বার অ্যাসোসিয়েশনের একজন প্রবীণ আইনজীবীর উপর হামলা করতেও ওই বোমাটি (Lucknow Court Explosion) ছোঁড়া হয়। সংবাদসংস্থা পিটিআইয়ের দেওয়া তথ্য অনুসারে, হজরতগঞ্জের লখনউ দেওয়ানি আদালতের (Bomb Blast At Lucknow Court) সামনে জেলাশাসকের অফিস চত্বরের মধ্যেই ওই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের (Lucknow Bomb Blast) পরে ওই অঞ্চল থেকে কমপক্ষে তিনটি দেশি বোমা উদ্ধার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।লখনউ বার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সঞ্জীব লোধিকে নিশানা করে ওই বোমা ছোঁড়া হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি করা হয়েছে ওই আইনজীবীর পক্ষ থেকে। এই ঘটনার নেপথ্যে জিতু যাদব নামে অন্য এক আইনজীবীর হাত রয়েছে বলেও দাবি করেন তিনি।