বি জে পির লালবাজার অভিযান মুছতে না মুছতে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের বিধান সভা অভিযানের পরিকল্পনা

খবর ২৪: শনিবার ১৫ই জুন কলকাতায় ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে ও বাবান ঘোষের অনুপ্রেরণায় কলকাতায় অবস্থিত সভা কক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল. সেই সভায় ইউনিয়নের সাধারণ সম্পাদক বৈদ্য দে সাংবাদিকদের জানান আগামী জুলাই মাসে যেকোনো দিন বিধান সভা অভিযান করবে কারন ট্রেডের ইউনিয়নের অধিনস্থ আস্থায়ী কর্মচারীদের ন্যূনতম বেতন ও সমকাজে সম বেতন দেবার দাবিতে আমাদের এই অভিযান বিধানসভা ঘেরাও ওপর দিকে পুরুলিয়া জেলা বাস ওয়ার্কার ইউনিয়নের পক্ষ থেকে সাধন তালুকদার বলেন হে ভাবে রাজ্য সরকার শ্রমিকদে নিয়ে মিথ্যা কথা বলছে তার প্রতিবাদে আমরাও এই বিধান সভা অভিযানে সামিল হ্ব. সে জন্য তাদের ইউনিয়নের ভারতীয় মজদুর ট্রেড ইউনিয়নের যুক্ত হল এখানে উপস্থিত ছিলেনা মাধবী বিশ্বাস সংকর সরকারসহ আরোও অনেকে.

