ওয়াই ক্যাটাগরির নিশ্ছিদ্র নিরাপত্তায় মুম্বইয়ে পা রাখলেন কঙ্গনা, এয়ারপোর্টেই প্রতিবাদ শিবসেনার

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: কোর্টের শুনানি পর্যন্ত অপেক্ষা না করেই তাঁর অফিসে চালিয়েছে ভাঙচুর চালিছে বিএমসি। তিনি নিজেও কম যান না। উদ্ধব ঠাকরেকে বাবরের সঙ্গে তুলনা করে বলেছেন, রামমন্দির ভাঙছে বাবর। বেনজির গরম হাওয়া-র মধ্যেই মুম্বই পৌঁছলেন কঙ্গনা রানওয়াত। মোহালি বিমানবন্দরের ছবি-পিটিআই
কঙ্গনা এ দিন ফের একবার বলেন, আমার শত্রুরা আরও একবার প্রমাণ করল মুম্বইকে কেন পাকিস্তানি কাশ্মীরের সঙ্গে তুলনা করা হচ্ছে। বুধবার কঙ্গনা মুম্বই পৌঁছনোর কয়েক ঘণ্টা আগেই আগে থেকেই বিএমসি-র দলবল কঙ্গনার পালি হিলের বাংলোয় চলে যায়। শুরু হয় ভাঙচুর।কঙ্গনা মুম্বই আসেন তার ম্যানেজার রঙ্গোলি চান্দেলের সঙ্গে। তিনি নামার আগে থেকেই বিমানবন্দরের বাইরে প্রতিবাদ দেখাতে থাকেন শিবসেনা।এদিন বিএমসি কঙ্গনার বাড়ি ভাঙা শুরু করলেও কিছুক্ষণের মধ্যেই আদালত এই ভাঙনে স্থগিতাদেশ জারি করে। কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি বলেন, অবৈধ ভাবে আমার কৌসুলীর সম্পত্তিতে ঢুকে পড়েছে বিএমসি। অবৈধ ভাবেই ভাঙাভাঙি করা হচ্ছে।এদিন মুম্বই এয়ারপোর্টে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি হয় কঙ্গনার জন্য। উল্লেখ্য কঙ্গনার বাংলো লাগোয়া অফিস বানানো হয় জানুয়ারিতেই। ৮০ কোটি টাকা খরচ করে বানানো হয় ওই অফিস।

