‘ইন্ডাস্ট্রি কারও বাবার সম্পত্তি নয়, আপনি আমাদের খেতে দেন না’, জয়াকে কড়া জবাব শক্তিমানের

জস্ব সংবাদদাতা খবর ২৪: কঙ্গনা রানাওয়াত আর জয়া বচ্চনের লড়াইয়ের জল যেন থামতেই চাইছে না । এ বার সেই ময়দানে নামলেন ছোটপর্দার শক্তিমান তথা মুকেশ খান্নাও । জয়া’কে এক হাত নিয়ে এ দিন মুকেশ বলেন, ‘‘আপনি আমাদের খাবারের ব্যবস্থা করেন না । ইন্ডাস্ট্রি থেকে রোজগার করলে যে তার সম্বন্ধে কিছু বলা যাবে না, এমনটা কিন্তু নয় ।’’এর আগে গত ১৫ সেপ্টেম্বর রাজ্যসভায় সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন বলেছিলেন, ‘‘কিছু মানুষের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে বলে একটা গোটা ইন্ডাস্ট্রিকে অপমানিত করা যায় না। আমি দেখলাম লোকসভায় বলিউডের সঙ্গে জড়িত একজনই কাজটা করলেন। অত্যন্ত লজ্জাজনক বিষয়টা।’’ এ ক্ষেত্রে বিজেপি সাংসদ রবি কিষাণের নাম না করেই তাঁকে কটাক্ষ করেছিলেন জয়া ।তিনি বলেন, ‘‘গোটা ইন্ডাস্ট্রিকে এখন নর্দমার সঙ্গে তুলনা করা হচ্ছে। যাঁরা এখান থেকে উঠে এসেছেন তাঁরাই এ কাজ করছে। সোশ্যাল মিডিয়ায় তুলোধনা করা হচ্ছে বলিউডের নামকরা ব্যক্তিদের। অথচ দেশের সর্বোচ্চ করদাতারা আসেন এই ইন্ডাস্ট্রি থেকেই। আমি আশা করি সরকার এই ধরনের মানুষকে তাঁদের ভাষা ব্যবহারের বিষয়ে সতর্ক করবে’’ জয়া কটাক্ষ করে বলেন, ‘‘এটা আসলে যে থালায় খাওয়া সেই থালাকেই ছিদ্র করার মতো।’’জয়ার এই মন্তব্যের পরেই তাঁকে তীব্র আক্রমণে বিদ্ধ করেন কঙ্গনা রানাওয়াত । বলেন, অভিষেক যদি ঝুলে পড়ত বা শ্বেতাকে মাদক দেওয়া হত… তাহলেও কি একই কথা বলতেন আপনি? অন্যদিকে, জয়াকে সমর্থন করেও ময়দানে নেমে পড়েন বলিউডের প্রথমসারির কিছু তারকা । এ বার জয়াকে আক্রমণ করলেন মুকেশ খান্না।তিনি বলেন, ‘‘ইন্ডাস্ট্রি বহু যুগ ধরে চলছে । এটা কারও বাবার সম্পত্তি নয় । এখানে সবার অধিকার রয়েছে । কেন সবসময় চুপ করে থাকতে হবে । এখান থেকে রোজগার আসে বলে কি সব কিছু মুখ বুজে মেনে নিতে হবে?’’