Bollywood Reception আরমান-অনিশার, ডান্স ফ্লোর মাতালেন শাহরুখ-গৌরি, করিনা-করণ জোহর

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: উপলক্ষ্য আরমান জৈন-অনিশা মালহোত্রার বলিউড রিসেপশন (Bollywood reception)। আর তাতেই বর-কনেকে ছাপিয়ে গিয়ে নজর কাড়লেন শাহরুখ-গৌরি (Shah Rukh Khan, Gauri Khan), করিনা-করিশ্মা আর করণ জোহর। রীতিমতো বলিউড গানের সঙ্গে কোমর দোলাতে দেখা গেল টিনসেল টাউনের এই পরিচিত মুখদের। তনু ওয়েডস মানু ছবির (Tanu Weds Manu) ‘শাদ্দি গালি’ গানে নেচে ডান্স ফ্লোর মাতালেন শাহরুখ-গৌরি। আর কভি খুশি কভি গম ছবির ‘বোলে চুড়িয়া’র তালে কোমর দোলালেন বেবো-লোলো এবং করণ জোহর (Kareena, Karisma and KJo)। সেই গানে করিনা-করিশ্মাকে ছাপিয়ে গিয়ে উপস্থিত অতিথিদের প্রশংসা কুড়োলেন প্রযোজক-পরিচালক করণ জোহর। ওই ছবির পরিচালক আবার করণ জোহর। ফলে খানিকটা মান-সম্মানের লড়াইয়ে স্টার মার্কস নিয়ে পাস করলেন কে জো। বলিউড ফ্যান ক্লাব এই রিসেপশনের ছবি ইনস্টাগ্রামে (Instagram video) পোস্ট করেছে। তারপর থেকেই দাবানলের মতো নেট দুনিয়াতে ছড়িয়েছে সেই ভিডিও।