মাদক কাণ্ডে জড়িত ২০-২৫ জন তারকার নাম ফাঁস করেছেন রিয়া, আগামী ১০ দিনেই তাঁদের জেরা করবে NCB

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: রবি-সোম লাগাতার জেরার পর মঙ্গলবার গ্রেফতার করা হল বলিউড অভিনেত্রী ও সুশান্ত সিং রাজপুতের চর্চিত প্রেমিকা রিয়া চক্রবর্তীকে ! মঙ্গলবার দুপুর নাগাদ রিয়াকে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো বা এনসিবি ৷ সূত্রের খবর, জেরায় রিয়া চক্রবর্তী ও ভাই শৌভিক ধরে ধরে নাম করেছেন ২০-২৫ জন বলিউড তারকার যাঁরা নিয়মিত ড্রাগ নিয়ে থাকেন, নিষিদ্ধ মাদকচক্রের সঙ্গে যোগাযোগ রাখেন। এদের মধ্যে রয়েছেন ইন্ডাস্ট্রির তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রী ও পরিচালকেরা! রিয়া চক্রবর্তী ও শৌভিকের বয়ানে রয়েছে বলিটাউনের ২০-২৫ জন হেভিহোয়েট তারকার নাম । ওই স্বীকারোক্তির ভিত্তিতে একটি তালিকা তৈরি করেছে এনসিবি। জানা গিয়েছে, ধরে ধরে জেরা করে হবে প্রত্যেককেই! আগামী ১০ দিনের মধ্যেই তালিকায় থাকা তারকাদের জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাবে এনসিবি। সূত্রের খবর, তালিকায় নাম থাকা সেলেবদের মধ্যে কয়েকজন কেন্দ্রের শাসক দলের বিরোধী বলেও পরিচিত।জেরায় রিয়া এও স্বীকার করেছেন, বলিউডের হাইপ্রোফাইল পার্টিতে মাদক সেবন করা হয়। সে’রকম পার্টি কোন কোন তারকা আয়োজন করেন? কারা সেখানে নিমন্ত্রিত থাকেন ? এই সমস্ত পার্টিতে রিয়ার ভূমিকা কী ? জেরায় সবকথাই উগড়ে দিয়েছেন সুশান্তের চর্চিত প্রেমিকা! গ্রেফতারের পর কড়া পুলিশি ঘেরাটোপে রিয়াকে মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়। তাঁর করোনা পরীক্ষাও করা হবে! এনসিবি সূত্রে জানা যায়, গ্রেফতার হচ্ছেন শুনে আচমকাই স্তব্ধ হয়ে যান রিয়া! এতদিনের কনফিডেন্স কোথায় উধাও! হাউমাউ করে কেঁদে ওঠেন রিয়া চক্রবর্তী! জানা গিয়েছে, মাদক কাণ্ডে গ্রেফতার অন্য ৩ অভিযুক্ত– রিয়ার ভাই শৌভিক, সুশান্তের প্রাক্তন হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও রাঁধুনী দীপেশের সঙ্গে রিয়াকেও আদালতে পেশ করা হবে। সেখান থেকেই তাঁকে রিম্যান্ডে নেবে এনসিবি।রবিবার রিয়াকে প্রথম জেরা করে এনসিবি। সোমবারও চলে জেরা। গতকাল পর্যন্ত রিয়া চূড়ান্ত আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে এসেছিলেন, তিনি নয়, সুশান্ত মাদক নিতেন! তাঁর সঙ্গে মাদকচক্রের কোনও যোগ নেই! তিনি কোনওদিন মাদকে হাত পর্যন্ত দেননি! শুধু বারকয়েক সুশান্তের জন্য ড্রাগসের ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার আর পারেন না! এনসিবির জেরার মুখে ভেঙে পড়েন রিয়া। জানান, তিনিও ‘ হার্ড ড্রাগ’ নিতেন, ‘ হার্ড ড্রাগ’-এর লেনদেনও করতেন।তিনদিন ধরে এনসিবির কড়া জেরার মুখে পড়েছিলেন রিয়া ৷ জেরায় তাঁর উত্তরে একেবারেই সন্তুষ্ট নন অফিসারেরা ৷ তাই আরও কড়া হতে থাকে জেরা ও প্রশ্নবাণ৷ রিয়ার বেশিরভাগ উত্তরেই অসঙ্গতি লক্ষ্য করা যায় ৷ যার ফলে সন্দেহের মাত্রা বেড়ে চলে ৷ অন্যদিকে, জেরার মুখে রিয়ার ভাই ও সুশান্তের পরিচারক দীপেশ আগেই জানিয়ে ছিলেন, রিয়ার সঙ্গে মাদকচক্রের সংযোগ থাকার কথা ৷ এই সবের ওপর নির্ভর করেই নানা অভিযোগে রিয়াকে গ্রেফতার করা হয় ৷

