ক্যান্সারে আক্রান্ত সঞ্জয়, হঠাৎই বাচ্চাদের দেখতে ব্যক্তিগত বিমানে দুবাই উড়ে গেলেন অভিনেতা

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত। ফুসফুস-এর ক্যান্সার হয়েছে তাঁর। স্টেজ থ্রি তে ধরা পড়েছে সঞ্জয়ের ক্যান্সার। সর্বভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমে আবার লেখা হয়, সঞ্জু বাবা স্টেজ ৪ ক্যান্সারে আক্রান্ত ।এতদিন মুম্বইয়ের হাসপাতালেই চিকিৎসাধীন থাকলেও সঞ্জয়’কে যত শীঘ্র সম্ভব আমেরিকায় নিয়ে গিয়ে চিকিৎসা করানোর কথা কানাঘুষো শোনা যাচ্ছিল এতদিন । তবে মুম্বই বিস্ফোরণে নাম জড়ানোয় সঞ্জয়ের ভিসা পেতে সমস্যার কারণে সেই পরিকল্পনা স্থগিত হয়ে যায় বলে খবর ।ইতিমধ্যেই ছবির কাজও একটু একটু করে শুরু করেছিলেন সঞ্জু বাবা । তাঁর প্রথম কেমোথেরাপি নেওযা হয়েছে বলে জানা গিয়েছে । প্রাথমিক চিকিৎসায় সাড়া দিয়েছেন তিনি । সঞ্জয়ের ক্যান্সার ধরা পড়ার মুহূর্তে দুই যমজ বাচ্চাকে নিয়ে দুবাইতে ছিলেন সঞ্জয়ের দ্বিতীয় ও বর্তমান স্ত্রী মান্যতা দত্ত । মান্যতা সঞ্জয়ের থেকে ১৯ বছরের ছোট । তাঁদের দুই যমজ ছেলে-মেয়ের নাম ইকরা আর শাহরান ।তবে ক্যান্সার ধরা পড়ার পরপরই তড়িঘড়ি মুম্বই ফিরে আসেন মান্যতা । তবে এই টানাপোড়েনের মধ্যে বাচ্চাদের নিয়ে আসেননি তিনি । তারা রয়েছে দুবাইতেই ।মঙ্গলবার সঞ্জয় ও মান্যতা’কে মুম্বইয়ের ব্যক্তিগত বিমানবন্দরে দেখা যায় । ব্যক্তিগত বিমানে দেশ ছাড়েন না । জানা গিয়েছে, স্ত্রী’কে নিয়ে দুবাইতে উড়ে গিয়েছেন অভিনেতা । সেখানে বাচ্চাদের সঙ্গে দেখা করতে গিয়েছেন তিনি ।জানা গিয়েছে, সম্ভবত সেখানেই ক্যান্সারের পরবর্তী ট্রিটমেন্ট করবেন তিনি ।

