‘পদ্মশ্রী ফিরিয়ে দেবেন না?’, সুশান্ত মৃত্যুর রিপোর্ট আসতেই কঙ্গনা’কে বিদ্রুপ স্বরার
নিজস্ব সংবাদদাতা খবর ২৪: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে বলিউডের চাকাটা যেন উল্টো দিকে পাক খেতে শুরু করেছে । একের পর এক নানা অনভিপ্রেত ঘটনা ঘটেই চলেছে । আত্মহত্যা, অপরাধ, বিতর্ক, দোষারোপ, স্বজনপোষণ, মাদক চক্র, হাতজবাস…পিছু ছাড়ছে না বিতর্ক ।আর এই সবকিছুর মধ্যে বারবার যে নামটা প্রথমের সারিতে উঠে এসেছে সেটা হল কঙ্গনা রানাওয়াত । বলিউডের ‘ক্যুইন’ প্রথম থেকেই প্রতিবাদের মুখ হয়ে উঠেছেন ।সুশান্তের মৃত্যুর পিছনে একাধিক তথ্য খাঁড়া করেছিলেন কঙ্গনা । স্বজনপোষণ, বলিউডের উন্নাসিকতা, বাইরের প্রতিভাদের সুযোগ না দেওয়া, নেপো কিডসদের রমরমা, মুভি মাফিয়া হিসাবে করণ জোহরকে কাঠগোড়ায় তুলে সুশান্তের মৃত্যুকে অস্বাভাবিক আখ্যা দিয়েছিলেন তিনি ।শুধু তাই নয়, কঙ্গনা বলেছিলেন সুশান্ত কখনওই আত্মহত্যা করতে পারেন না । যদি তাই হয়, তাহলে নিজের পদ্মশ্রী সম্মানও ফিরিয়ে দিতে তিনি রাজি ।এরপর আরব সাগর দিয়ে বহু জল গড়িয়েছে । সুশান্তের মৃত্যুর তদন্তভার গ্রহণ করে সিবিআই । তবে শুধু সিবিআই নয়, এনসিবি এবং ইডি-সহ তিনটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই মামলার তদন্ত শুরু করে ।কেঁচো খুঁড়তে বেরয় কেউটে । এনসিবি’র তদন্তে ধরা পড়ে অবৈধ মাদকের কারবার করত সুশান্তের তৎকালীন বান্ধবী রিয়া এবং তাঁর ভাই শৌভিক চক্রবর্তী । এই অভিযোগে প্রায় এক মাস জেল হেফাজতে রাখা হয় রিয়াকে । সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছেন তিনি ।তবে সিবিআই এবং AIIMS-এর তরফে যা তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে তাতে সুশান্তের খুনের তথ্য ভিত্তিহীন হয়ে গিয়েছে । সিবিআই জানিয়েছে, আত্মহত্যাই করেছিলেন নায়ক ।আর এরপরেই ট্যুইটে কঙ্গনা’কে নিজের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর । লিখেছেন, ‘‘কেউ কেউ বলেছিলেন, তাঁরা তাঁদের সরকারি সম্মান ফিরিয়ে দেবেন…যদি সুশান্তের মৃত্যু নিয়ে তাঁর তথ্য খারিজ হয়ে যায় ।’’

