বন্ধ করে দেয়া হলো কুলটির লছিপুর নিষিদ্ধ পল্লী।

জয়ন্ত সাহা খবর ২৪: বন্ধ করে দেয়া হলো কুলটির লছিপুর নিষিদ্ধ পল্লী। আজ পুলিশ এবং প্রশাসনিক অধিকর্তারা গিয়ে সেখানে একটি করোনা নিয়ে সচেতনতার বার্তা দিয়ে সাথে মাস্ক বিতরনের অনুষ্ঠানের মাধ্যমে সবার কাছে আবেদন জানান নিষিদ্ধপল্লীকে কয়েকদিনের জন্য বন্ধ করার। তার কারণ হচ্ছে যেভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে এবং এই নিষিদ্ধ পল্লীতে বহু মানুষের সমাগম হয় ফলে সেখান থেকে রোগ জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর তাই নিষিদ্ধপল্লি কে বন্ধ করা হলে রোগ ছড়িয়ে যাবার সম্ভাবনা কম হবে। সেই কারণেই আজ থেকে লছিপুর পল্লীকে বন্ধ করা হল। আগামী দিনে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার এই নিষিদ্ধপল্লি খোলা হবে