বই প্রকাশ হলো পাঞ্চ কবির সানে সমাজভাবনা ও দেশাত্মবোধ

অনুপ কুমার বর্ধন খবর ২৪ :কোলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হলো ডঃ শিপ্রা সেন রচিত বই পাঞ্চ কবির সানে সমাজভাবনা ও দেশাত্মবোধ লেখিকা শিপ্রা সেন উনি কথক নৃত্য শিল্পী ও ধ্রুপদিয়া বাতাবরণে বেড়ে উঠেছেন নিজের প্রতি ছিলেন অতি সাহসী ওনার এই লেখা বই এ আছে অনেক এমন কিছু অজানা ভাবনা যাতে লেখিকা কে সমাজ ভাবনা প্রতি ও দেশের প্রতি ভাবতে উজ্জীবিত করেছে

