বর্ন অন ইন্সট্রাগ্রাম’ কর্মসূচি চালু করল ইন্সট্রাগ্রাম

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : ২৮সে ফেব্রুয়ারী, ২০২০ : আজ ‘বর্ন অন ইন্সট্রাগ্রাম’ কর্মসূচি চালু করল ইন্সট্রাগ্রাম । এই চালু করা উপলক্ষে দ্য পার্ক হোটেলে এক আলোচনার আয়োজন করেছিল ফেসবুক ইন্ডিয়ার হেড অফ পার্টনারশিপস চোপড়া তিনি ইন্দ্রানী বিশ্বাস ওরফে ওয়ান্ডার মুন্না ও সুপরিচিত বাঙালি অভিনেত্রী হৃতাবরী চক্রবর্তীর সঙ্গে মুখোমুখি আলোচনা  সঙ্গে মুখোমুখি আলোচনা এই আলোচনায় উঠে এলো  তারা খুব খুশি এমন একটা সংস্থার সঙ্গে যুক্ত হতে পেরে এবং বললেন সাধারণ মানুষ আপনারাও এই সংস্থার কাজকর্ম জেনে এদের সঙ্গে যুক্ত হবার আহবান করেন।