ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ন্যাশনাক ওয়েলফ্যায়র টিমের পরিচালনায় Boxing & K1-Kick Boxing (Pro) কলকাতা

সত্যজিৎ চক্রবর্তী : কলকাতা, শুক্রবার ১১ই মার্চ, শুরু হতে চলেছে আগামী ৯ থেকে ১০ এপ্রিল ২০২২ কলকাতা, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ন্যাশনাক ওয়েলফ্যায়র টিমের পরিচালনায় Boxing & K1-Kick Boxing (Pro)। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জানালেন টিমের সভাপতি মিলন কুমার মিত্র এটা নতুন রকম পদ্ধতির ক্রীড়া, মার্শাল আর্ট হয় অনেক রকম কিন্তু এটা আত্ম রক্ষা মূলক, প্ৰথম কলকাতায়। দেশের ২৪টি রাজ্য থেকে অংশ গ্রহন করবে। প্রশিক্ষণ চলবে পাড়ার অলি-গলি থেকে নিজেরাই প্রশিক্ষণ নেবে এলাকা ভিত্তিক। তার পর গ্রামে-গঞ্জে তারপর রাজ্যে এখান থেকে ১০-১৫ জনকে নির্বাচিত করা হবে, তারাই ভারতের হয়ে খেলবে। আমরা এখানে একটা প্রতিযোগিতা রেখেছি নাম K1-Kick Boxing & Boking (Pro), K1-Kick Boxing Inter Federation Jointly করা হচ্ছে। এই প্রতিযোগিতায় মহিলা-পুরুষ উভয় অংশ গ্রহন করছে। আমারা এই ভাবে এগিয়ে যাবার চেষ্টা করব যাতে এই K1-Kick Boxing বিশ্বের দরবারে একটা জায়গা করে নিতে পারে।