বুড়ো হারের বিজেপিকে রুখতে দরকার তারুণ্যের, সেজন্য হয়তো এই রদ বদল রাজনৈতিক মহল

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: মুখ্য নির্বাচন কমিশনারের বার্তাকে গুরুত্ব দিয়ে ২০২১সে নির্বাচনকে সামনে রেখে কোর কমিটি গঠন করা হলো সাতজনের। অভিষেক বন্দোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, গৌতম দেব। তৃণমূলের রাজ্য কমিটির কোঅর্ডিনেটর করা হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে।পুরুলিয়ার জেলা সভাপতি পদ থেকে বাদ পড়েছেন শান্তিরাম মাহাতো। তাঁর জায়গায় জেলা সভাপতি হয়েছেন গুরুপদ টুডু। ঝাড়গ্রামে বীরবাহা সোরেনকে সরিয়ে আনা হয়েছে দুলাল মুর্মুকে। বাঁকুড়া জেলা সভাপতি হয়েছেন শ্যামল সাঁতরা। জঙ্গলমহল থেকে ছত্রধর মাহাতো, সুকুমার হাঁসদা ও চূড়ামণি মাহাতোকে রাজ্য কমিটিতে আনা হয়েছে।রদবদল হয়েছে রাজ্যের অন্যত্রও। কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি হয়েছেন পার্থপ্রতীম রায়। নদিয়া জেলা তৃণমূল সভাপতি হয়েছে মহুয়া মৈত্র। হাওড়ায় অরূপ রায়কে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে লক্ষ্মীরতন শুক্লকে, হাওড়া জেলার চেয়ারম্যান মন্ত্রী অরূপ রায়। রাজীব বন্দ্যোপাধ্যায়কে আনা হয়েছে রাজ্য কমিটিতে। দিনকয়েক আগেই অরূপের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন তিনি। রাজ্য কোর কমিটিতে আনা হল শুভেন্দু অধিকারীকে। তারুণ্য কে গুরুত্ব দিলেন তৃণমূল নেত্রী।বুড়ো হাড়ে বিজেপি কে রোখা সম্ভব কতটা,তাই তারুণ্য দরকার মনে করেই এই রদ বদল রাজনৈতিক মহল।

