আয়োজিত করা হলো ক্যান্সার সচেতন মূলক অনুষ্ঠান

অনুপ কুমার বর্ধন খবর ২৪ : রবীন্দসাদানে আয়োজিত হয়ে গেলো ক্যান্সার সচেতন মূলক অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্তিথ ছিলেন এস এস কে এম হাসপাতালের ক্যান্সার বিষেসজ্ঞ ও রেডিও লজি বিভাগের সহ কারী প্রফেসর ডঃ অনিন্দ চক্রবর্তী ৫০ থেকে ৬০ জন রুগি কে মঞ্চে হাজির করলে আর সবার সাথে পরিচয় করিয়ে দেন আর বলেন যে জীবন থিম থাকে না সবাই কে নিয়ে এগিয়ে যেতে হবে ! এই অনুষ্ঠানে উপস্তিথ ছিলেন এস এস কে এম হাসপাতালের শিশু রোগ বিষেসজ্ঞ ডঃ আনন্দ চন্দ্র ও শেষ পারবে ছিলেন নাটক এক দিন কাক ভোরে ,, নাটকের শ্যামল তনু দাসগুপ্ত ভাবনা ,রূপসারজা ,সম্পাদনা ও নির্দেশনায় সৌরভ ভট্টাচার্য এই অনুষ্ঠানে মুখ উদেশ ছিল ক্যান্সার রুগী দেড় মনোবল বাড়ানো !

