বিনোদন

মুম্বাই প্রোডাকশন হাউস এন.বি.এম শুরু স্মৃতি কনার গান দিয়ে

সত্যজিৎ চক্রবর্তী : কলকাতা, মঙ্গলবার ২৮সে ফেব্রুয়ারী বুধবার, কলকাতা প্রেস ক্লাবে মুম্বাই এর জনপ্রিয় সংগীতশিল্পী

সত্যজিৎ চক্রবর্তী : টলিপিক্স এন্টারটেইনমেন্টে প্রাইভেট লিমিটেড কলকাতা প্রেস ক্লাবে এক সভার আয়োজন করা হয়। বাংলা সিনেমার অবদান ভারতীয় সিনেমার জগতে অনশ্রী কার্য। বাংলায় ছিল সিনেমার আতুঘর একটি স্টুডিও ছিল একটি প্রতিষ্ঠান স্বল্প পরিসরে যে মানের কাজ হয় সেটা যেকোনো বড় ইন্ডাস্ট্রি সমতুল্য কিন্তু সবকিছু পরেও এখানে প্রধান যেটা সমস্যা সেটা হলো ভাষাগত কতটা সেই স্বপ্নকে বাস্তবিত করার জন্য ইন্ডিয়ান মেকার্স এসোসিয়েশন বিভাগের উদ্যোগ হল এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে টলিপিক্স এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড বাংলা ভাষার আঞ্চলিক হওয়ার কারণে তার প্রভাব পড়েছে বাংলা সিনেমার ওপরে। অনুষ্টানে উপস্থিত ছিলেন সুমন চট্টোপাধ্যায় ডিপুটি সেক্রেটারি, সব্যসাচী হালদার প্রেসিডেন্ট। FMA, রাহুল দেব চট্টোপাধ্যায় ভাইস প্রেসিডেন্ট (Ifma), ঋতিকা সেন অভিনীত্রী, রামচন্দ্রম রেড্ডি জয়েন্ট সেক্রেটারি (Ifma) , জায়গীরদার,অসীম মুসীদ,সৌভিক বমন, ওম সাহামি সেক্রেটারি (Ifma) আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সত্যজিৎ চক্রবর্তী : টলিপিক্স এন্টারটেইনমেন্টে প্রাইভেট লিমিটেড কলকাতা প্রেস ক্লাবে এক সভার আয়োজন করা হয়।