সেন্ট্রাল কটেজ ইন্ডাস্ট্রিস কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড শো রুমে চলছে প্রদর্শনী ও বিক্রয়

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ কোলকাতা :  সেন্ট্রাল কটেজ ইন্ডাস্ট্রিস কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড শুরু হয়েছিল গত ১৪ই মার্চ চলবে ৩০শে মার্চ পর্যন্ত এর উদ্বোধন করলেন ১৮ই মার্চ শ্রীমতি পৌলমী ঘটক নামকরা স্পোর্টসম্যান এবং অর্জুন এওয়ার্ডি মনোজ সাহু জানালেন এই প্রদর্শনী কম বিক্রি হবে. এটা কেন্দ্রিয়সরকার কতৃক মিনিস্ট্রি অফ টেক্সটাইলে পরিচালনা করছে. এখানে পাওয়া যাবে ওয়েভার আর্টেসিয়ান ক্র্যাফট পার্সোন এদের হাতে গড়া সামগ্রী থাকছে.