চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল জীবনের ৩৮ বছরের রেকর্ড ভাঙ্গল রাজকুমার

সত্যজি চক্রবর্তী খবর ২৪: রাজ্য এথেলেটিকস ৬৯ বছরের চ্যাম্পিয়ানশীপ শেষ হলো. এখানে অংশ গ্রহণ করেছিল পশ্চিমবঙ্গের রাজ্যগুলি ও ক্লাব প্রায় ৮০০ এথেলেটিকস এদের মদ থেকে অনেকেই রেকর্ড করেছে তার মধ্যে উল্লেখযোগ্য জীবনের ৩৮ বছরের রেকর্ড ভাঙ্গল শ্যামনগরের রাজকুমার জীবন মাঠে উপস্থিত থাকা কালীন রাজকুমারের রেকর্ড ভাঙ্গার দৃশ্য দেখে তাকে পুরস্কৃত করলো জীবনবাবু ১০০০ টাকা দেয়.গত চারদিন যাবদ বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে চলছিল এথেলেটসদের দাপাদাপী. এই খেলার সমাপ্তির দিন ছিল ১১ ই আগস্ট রবিবার ৪০০ মিটার রিলে দৌড়ের পর ফলাফল ঘোষণার অপেক্ষায় জেলা থেকে ক্লাবের ইন্ডিভিজুয়াল ও দলগত পর ঘোষণার ওভার অল ঘোষণার সময় হল ঘোষক এ বছরের চ্যাম্পিয়ান অফ থেচ্যাম্পিয়ান হলো ইস্টবেঙ্গল ক্লাব ২১৮ পয়েন্ট অর্জন করে অপরদিকে রানার্স হয় উত্তর ২৪ পরগনাস 211 পয়েন্ট পেয়ে.পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু সন্স জয়ী সোমা বিশ্বাস বি ও -এর সম্পাদক-স্বপন ব্যানার্জী বি ও এর প্রাক্তন সভাপতি কমলেশ ভট্টাচার্য এথেলেটস কোচের সাধারন সম্পদক স্বপন রাহা কমল কুমার মিত্র ডব্লু বি এ এ.