চাঁদনী আই লাভ ইউ মুভির প্রদর্শন হলো কোলকাতা সোসাইটি হলে

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : শুক্রবার ১৬ই আগস্ট কলকাতার সোসাইটি হলে প্রেস শো হয়ে গেলো চাঁদনী আই লাভ ইউ এই মুভিতে অভিনয় করেছেন : আশরফ খান * ইরফান খান * সানা সিং * টিনা * আব্বাস * আসলাম * রহমন * মুন্নি * শামীম খাডিরেক্টর : আকাশ সাহা স* এসিস্টেন্ট ডিরেক্টর : শামীম খান * লেখক : আশরাফ খান ও শামীম খানন *এই মুভির বিশেষ আকর্ষণ রাজা মুরাদের একজন প্রমোটারের অভিনয় করেছে.এই মুভির গল্প একটা ভালোবাসার কাহিনী সাংবাদিকদের জানালেন হিরোইন সানা সিং.